একজন ব্যক্তি আক্ষরিক ইলমের হাফিয হতে পারে কিন্তু হয়তো সে মু’মিন নয়; বরং মুনাফিক। এরকম ব্যক্তির চেয়ে যে মু’মিন ইলম ও এরকম কিছু হিফয করেনি সেও উত্তম, যদিও সেই মুনাফিকের দ্বারা অপর ব্যক্তি উপকৃত হচ্ছে, যেভাবে রাইহান (এক ধরণের সুগন্ধি গুল্ম) দ্বারা মানুষ উপকৃত হয়।
আর যাকে ইলম ও ঈমান দান করা হয়েছে সে হচ্ছে প্রকৃত মু’মিন আলিম।”
~ শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়াহ [রাহ.]
[ ইমাম ইবন আসবাসালার (রাহ.), আল কাওয়াইদুন নুরানিয়্যাহ: ১/২৬৬]