আবূ বাকরাহ নুফাই বিন হারেষ ষাক্বাফী (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন,
“যখন দু’জন মুসলমান তরবারি নিয়ে আপোসে লড়াই করে, তখন হত্যাকারী ও নিহত দু’জনই দোযখে যাবে।”
আমি বললাম, ‘হে আল্লাহর রসূল! হত্যাকারীর দোযখে যাওয়া তো স্পষ্ট; কিন্তু নিহত ব্যক্তির ব্যাপার কি?’
তিনি বললেন,
“সেও তার সঙ্গীকে হত্যা করার জন্য লালায়িত ছিল।”
(বুখারী ৩১, ৬৮৭৫, মুসলিম ৭৪৩৪)
অন্য এক বর্ণনায় আছে,
“দুইজন মুসলিম যখন একে অপরের উপর অস্ত্র চালনা করে, তখন তারা দোযখের কিনারায় অবস্থান করে। অতঃপর যখন তাদের একজন অপরজনকে হত্যা করে, তখন উভয়েই দোযখে যায়।”
(মুসলিম ৭৪৩৭)