তাওবাহকারীদের গুণ

যারা গুনাহ করে তাওবাহ করে তাদের একটা গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন:
.
وَلَمۡ یُصِرُّوا۟ عَلَىٰ مَا فَعَلُوا۟
.
❝আর তারা জেনেশুনে নিজের কৃতকর্মের ওপর জিদ ধরে থাকে না❞[১]
.
অর্থাৎ তারা পাপ করে তার ওপর অটল থাকেনা। এতে এমন মনে হতে পারে যে, যে ব্যক্তি বারবার গুনাহ করে, অনুতপ্ত হয়ে তাওবাহ করে, আবারও গুনাহ করে সে তো তাহলে এই বৈশিষ্ট্য অর্জন করতে ব্যর্থ হল, তাহলে তো তার তাওবাহ কবুল হবে না।
.
বিষয়ট এমন নয়। এখানে যে শব্দটা এসেছে الإصرار এর অর্থ বোঝাটা জরুরি। ইমাম তাবারী [রাহ.] এর ব্যাখ্যায় লিখেছেন, ইচ্ছা করে গুনাহের ওপর অটল থাকা এবং তাওবাহ পরিত্যাগ করা।[২]
.
তার মানে যে ইচ্ছা করে গুনাহে অটল থাকেনা, গুনাহ হয়ে গেলে তাওবাও করে, সে আসলে নিজের পাপের ওপর জিদ ধরে নেই, সে ইসরার করছে না। ইন শা আল্লাহ সে মাফ পাবে, তা সে এক গুনাহ যতবারই করে ফেলুক না কেন।
.
এ কথাটাই আমরা হাদিসে পাচ্ছি,
ما أصر من استغفر وإن عاد في اليوم سبعين مرة.
❝যে ইস্তিগফার করে, সে দিনে ৭০ বার ঐ পাপে ফিরে এলেও সেটা ইসরার হবে না❞[৩]
.
এই কথাটা আবু বকর [রা.] এর বক্তব্য হিসেবেও বর্ণিত আছে, হাসান সনদে। [৪]
.
.

[১) সূরা আলে ইমরান: ১৩৫
২) তাফসিরুত তাবারী : ৬/৬৭-৬৮
৩) ইমাম আবু দাউদ (রাহ.), আস সুনান, হা: ১৫১৪, শাইখ আলবানীর (রাহ.) মতে দইফ
৪) ইমাম ইবন হাজার আসকালানী (রাহ.), ফাতহুল বারী: ১/১১২]

সংকলন- উস্তাদ মানযুরুল কারিম হাফি.

শেয়ার করুন:

সাম্প্রতিক ব্লগ

ট্যাগ

অশ্লীলতা6 আকিদাহ বিষয়ক প্রশ্নোত্তর2 আখলাক1 আনুগত্য1 আমল31 আমল কবুলের শর্ত1 আসমা ওয়াস সিফাত11 ইবনে তাইমিয়াহ রহি.17 ইবনে তায়্যিমিয়া রহি.1 ইমাম আহমাদ ইবনে হামবাল রহি.3 ইশকে রাসুল স.3 ঈমান17 ঈমাম শাফিঈ রহি.1 উলামাকথন18 উসুলুস সুন্নাহ1 কবর1 কিয়ামত1 কুফর1 ক্বুরআন10 গাইরত2 জান্নাত2 জাহান্নাম2 জুমু'আ5 তাওহীদ14 তাফসীর4 দরসগাহ ম্যাগাজিন ২6 দাম্পত্য1 নারীবাদ1 পুঁজিবাদ1 প্রবন্ধ4 বদর1 বারাকাহ1 বাংলায় মুসলিম শাসনের ইতিহাস0 বিচার ফয়সালা5 বিজ্ঞানবাদ1 বিবিধ প্রশ্নোত্তর1 বিশুদ্ধ তাওবাহ3 বিশ্বকাপ1 মাজমুঊল ফাতওয়া2 মানহাজ1 ম্যাগাজিন1 যাকাত1 রমাদান1 রামাদান হাদিস2 রোযা2 শয়তানের চক্রান্ত1 শাইখ আহমাদ মুসা জীবরিল হাফি.1 শাইখ উসাইমিন রহি.1 শায়েস্তা খান0 শাস্তি1 শিরক1 সমকামীতা1 সাওম3 সাম্প্রদায়িকতা1 সালাত1 সাহাবী1 সিয়াম2 সিরাত1 সূরা আন নাবা1 সূরা আল আনককবুত1 সূরা আল হাজ্জ1 সূরা মাউন1 সূরা হূদ1 হত্যা1 হদ1 হাদিসে কুদসী3 হামজা জর্জিস1 হাশর1

সাবস্ক্রাইব করুন