“সর্বোত্তম আমলের মধ্যে রয়েছে:
১) কোনো মু’মিনকে আনন্দিত করা,
২) তাঁর ঋণকে পরিশোধ করে দেয়া,
৩) তাঁর কোনো প্রয়োজনকে পূরণ করে দেয়া,
৪) তাঁর কোনো দুঃখ-কষ্ট থাকলে তা দূর করা”
.
“من أفضل العمل إدخال السرور على المؤمن تقضي عنه دينًا، تقضي له حاجة، تنفس عنه كربة”
.
~ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
.
.
[ ১) ইমাম বাইহাক্বী (রাহ.), শুআবুল ঈমান, হা: ৭৩৭৪, ড. আব্দুল আলী আব্দুল হামীদ হা-মিদের(রাহ.) মতে সনদ হাসান]