আল্লাহ তাআলা বলেন:
مَنۡ کَانَ یُرِیۡدُ الۡعِزَّۃَ فَلِلّٰهِ الۡعِزَّۃُ جَمِیۡعًا ؕ
“কেউ ইজ্জত-সম্মান চাইলে (সে জেনে রাখুক) সকল ইজ্জত-সম্মান তো আল্লাহর কাছেই।”[১]
.
এই আয়াতের তাফসিরে ইমাম ইবন কাসীর [রাহ.] লিখেছেন,
“অর্থা যে চায় যে সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবে, সে যেন আল্লাহর আনুগত্যকে আঁকড়ে ধরে। ফলে এটা তাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। কেননা আল্লাহ তাআলাই দুনিয়া ও আখিরাতের মালিক, সকল ইজ্জত-সম্মান তাঁরই অধীন।”[২]
.
.
[১) সূরা ফাতির: ১০
২) তাফসীরুল কুরআনিল আযীম: ৬/৪৭৫; দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১৪১৯ হি.]
-উস্তাদ মানযুরুল কারিম হাফি.