❝আমার পরে তোমরা অচিরেই প্রচণ্ড স্বার্থপরতা দেখবে৷ কাজেই তোমরা সবর করবে যতক্ষণ না আল্লাহ ও তাঁর রাসূলের ﷺ সাথে হাউজের পারে সাক্ষাৎ হচ্ছে।❞
.
إنَّكُمْ سَتَرَوْنَ بَعْدِي أثَرَةً شَدِيدَةً، فاصْبِرُوا حَتّى تَلْقَوُا اللَّهَ ورَسُولَهُ ﷺ عَلى الحَوْضِ
.
~ রাসূলুল্লাহ ﷺ
.
হাদিসে ব্যবহৃত أثرة অর্থ স্বার্থপরতা,আত্মম্ভরিতা, আমিত্ব, দাম্ভিকতা ইত্যাদি।
.
এই হাদিসে আমাদের জন্য একটা দিক নির্দেশনা রয়েছে।
.
.
[ ইমাম বুখারী (রাহ.), আস সহিহ, হা: ৩১৪৭]
উস্তাদ মানযুরুল কারিম হাফি.