ইমাম ইউসুফ বিন মুসা আল কাত্তান [রাহ.] বর্ণনা করেন, ইমাম আহমাদ বিন হাম্বলকে [রাহ.] জিজ্ঞেস করা হল,
“আল্লাহ তাআলা সাত আসমান অতিক্রম করে সৃষ্টিজগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে তাঁর আরশের ওপর আছেন , আর তাঁর ক্ষমতা ও জ্ঞান সর্বত্র বিরাজিত– একথা কি ঠিক আছে?”
.
তিনি উত্তরে বললেন, “হ্যাঁ,(তিনি) তাঁর আরশের ওপর, আর কোনো কিছুই তাঁর জ্ঞানের বাইরে নয়।”
.
.
[ ইমাম ইবন বাত্তাহ (রাহ.), আল ইবানাতুল কুবরা: ৭/১৫৮; দারুর রায়াহ লিন নাশর, রিয়াদ]
সংকলন: উস্তাদ মানযুরুল কারিম হাফি.