“যে আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসূল হিসেবে পেয়েছে সন্তুষ্ট হয়েছে, সে-ই ঈমানের স্বাদ পেয়েছে”[১]
.
ذاق طعم الإيمان من رضي بالله رباً، وبالإسلام ديناً، وبمحمد رسولاً
.
~ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
.
এর অর্থ হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো সত্ত্বাকে অন্বেষণ করে না, ইসলাম ব্যতীত অন্য কোনো তরিকা বা পদ্ধতির কথা শোনে না, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনীত শরীআহর সাথে যা মিলে কেবল সে পথেই চলে, এমন ব্যক্তিই অন্তরে ঈমানের সুমিষ্ট স্বাদ আস্বাদন করতে পারে।[২]
.
.
[ ১) সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবিহ, হা: ৯
২) ইমাম নববী (রাহ.), শরহুন নাওয়াউই আলা মুসলিম: ২/২]
সংকলন: উস্তাদ মানযুরুল করিম হাফি.