আল্লাহ তাআলা বলেন:
لا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
“যারা সম্পূর্ণ পবিত্র তারা ছাড়া অন্য কেউ তা স্পর্শ করে না”[১]
.
শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়াহ [রাহ.] এর ব্যাখ্যায় বলেন,
.
“যেভাবে পবিত্র মুসহাফে কুরআন লিপিবদ্ধ হয়েছে, একে পবিত্র শরীর ব্যতীত কেউ স্পর্শ করতে পারেনা, একইভাবে এর আরেক অর্থ হচ্ছে পবিত্র অন্তর ব্যতীত কুরআনের অভ্যন্তরীণ অর্থের নাগাল কেউ পায় না। নাপাক অন্তরের মানুষ কুরআনের প্রকৃত অবস্থানকে (হাকীকাহ) ছুঁতে পারে না।”[২]
.
.
[১) সূরা ওয়াকিয়াহ: ৭৯
২) জামিউল মাসাইল: ৪/৬৫]
সংকলন: উস্তাদ মানযুরুল কারিম হাফি.