আবদুল্লাহ্ ইব্নু ‘আমর ইব্নু আ‘স (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেনঃ হে ‘আবদুল্লাহ্! তুমি অমুক ব্যক্তির মত হয়ো না, সে রাত জেগে ইবাদাত করত, পরে রাত জেগে ইবাদাত করা ছেড়ে দিয়েছে।
(বুখারী পর্ব ১৯ : /১৯ হাঃ ১১৫২, মুসলিম হাঃ)