দুনিয়ার জীবন কতটা বড়?

mountains and tree range during golden hour

দুনিয়ার জীবন কতটা বড়? সূরা মু’মিনুনে জাহান্নামীদের একটা আলাপ আছে। যেখানে তারা একে অপরকে জিজ্ঞেস করবে যে আমরা আসলে দুনিয়ায় কতদিন ছিলাম তাহলে? কেউ বলবে একদিন, কেউ বলবে দিনের কিছু অংশ। দুনিয়ার সময়কালকে এতই ছোট মনে হবে?!
.
আল্লাহ তা’আলা বলবেন
قَـٰلَ إِن لَّبِثۡتُمۡ إِلَّا قَلِیلࣰاۖ لَّوۡ أَنَّكُمۡ كُنتُمۡ تَعۡلَمُونَ
.
“তিনি বলবেন (কিসাই আর হামযার কিরাত অনুযায়ী قُلْ হবে), ‘তোমরা কেবল অল্পকালই অবস্থান করেছিলে, তোমরা যদি নিশ্চিত জানতে[১]
.
মুফাসসিরিনদের বক্তব্য অনুযায়ী দুনিয়ার হায়াত+ কবরের সময়কাল এই দুইয়ে মিলেই এই সময়কাল।[২]
.
মানুষ মাটির ওপরের চেয়ে মাটির নিচেই অধিক সময় অতিবাহিত করে। যে লোকটা কয়েক হাজার বছর আগে মারা গিয়েছে, যদি কিয়ামাত আরও হাজার বছর পরেও হয়, তো সাকুল্যে এই কয়েক হাজার বছরের দুনিয়ার মাটির ওপর+নিচের অবস্থানকাল জাহান্নামের তুলনায় এতই অল্প হবে যে সেটা তুলনায় এক দিনের কিছু অংশ হবারও যোগ্য নয়।
.
আল্লাহ তা’আলা আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিন।
.
.
[১) সূরা মু’মিনুন: ১১৪
২) ক)নবাব সিদ্দীক হাসান খান কিন্নাউজী (রাহ), ফাতহুল বায়ান ফি মাকাসিদিল কুর’আন: ৯/১৫৭; আল মাকতাবাতুল আসরিয়্যাহ, বৈরুত;
খ) ইমাম মুহাম্মাদ বিন আলী আশ শাওকানী (রাহ), ফাতহুল কাদীর: ৩/৫৯২; দারু ইবন কাসির, বৈরুত;
গ) শাইখ আবু বাকর জাবির আল জাযাইরী (রাহ), আইসারুত তাফাসীর: ৩/৫৪৩; মাকতাবাতু উলুম ওয়াল হিকাম, মদীনা]

শেয়ার করুন:

সাম্প্রতিক ব্লগ

ট্যাগ

অশ্লীলতা6 আকিদাহ বিষয়ক প্রশ্নোত্তর2 আখলাক1 আনুগত্য1 আমল31 আমল কবুলের শর্ত1 আসমা ওয়াস সিফাত11 ইবনে তাইমিয়াহ রহি.17 ইবনে তায়্যিমিয়া রহি.1 ইমাম আহমাদ ইবনে হামবাল রহি.3 ইশকে রাসুল স.3 ঈমান17 ঈমাম শাফিঈ রহি.1 উলামাকথন18 উসুলুস সুন্নাহ1 কবর1 কিয়ামত1 কুফর1 ক্বুরআন10 গাইরত2 জান্নাত2 জাহান্নাম2 জুমু'আ5 তাওহীদ14 তাফসীর4 দরসগাহ ম্যাগাজিন ২6 দাম্পত্য1 নারীবাদ1 পুঁজিবাদ1 প্রবন্ধ4 বদর1 বারাকাহ1 বাংলায় মুসলিম শাসনের ইতিহাস0 বিচার ফয়সালা5 বিজ্ঞানবাদ1 বিবিধ প্রশ্নোত্তর1 বিশুদ্ধ তাওবাহ3 বিশ্বকাপ1 মাজমুঊল ফাতওয়া2 মানহাজ1 ম্যাগাজিন1 যাকাত1 রমাদান1 রামাদান হাদিস2 রোযা2 শয়তানের চক্রান্ত1 শাইখ আহমাদ মুসা জীবরিল হাফি.1 শাইখ উসাইমিন রহি.1 শায়েস্তা খান0 শাস্তি1 শিরক1 সমকামীতা1 সাওম3 সাম্প্রদায়িকতা1 সালাত1 সাহাবী1 সিয়াম2 সিরাত1 সূরা আন নাবা1 সূরা আল আনককবুত1 সূরা আল হাজ্জ1 সূরা মাউন1 সূরা হূদ1 হত্যা1 হদ1 হাদিসে কুদসী3 হামজা জর্জিস1 হাশর1

সাবস্ক্রাইব করুন