দুনিয়ার জীবন কতটা বড়? সূরা মু’মিনুনে জাহান্নামীদের একটা আলাপ আছে। যেখানে তারা একে অপরকে জিজ্ঞেস করবে যে আমরা আসলে দুনিয়ায় কতদিন ছিলাম তাহলে? কেউ বলবে একদিন, কেউ বলবে দিনের কিছু অংশ। দুনিয়ার সময়কালকে এতই ছোট মনে হবে?!
.
আল্লাহ তা’আলা বলবেন
قَـٰلَ إِن لَّبِثۡتُمۡ إِلَّا قَلِیلࣰاۖ لَّوۡ أَنَّكُمۡ كُنتُمۡ تَعۡلَمُونَ
.
“তিনি বলবেন (কিসাই আর হামযার কিরাত অনুযায়ী قُلْ হবে), ‘তোমরা কেবল অল্পকালই অবস্থান করেছিলে, তোমরা যদি নিশ্চিত জানতে[১]
.
মুফাসসিরিনদের বক্তব্য অনুযায়ী দুনিয়ার হায়াত+ কবরের সময়কাল এই দুইয়ে মিলেই এই সময়কাল।[২]
.
মানুষ মাটির ওপরের চেয়ে মাটির নিচেই অধিক সময় অতিবাহিত করে। যে লোকটা কয়েক হাজার বছর আগে মারা গিয়েছে, যদি কিয়ামাত আরও হাজার বছর পরেও হয়, তো সাকুল্যে এই কয়েক হাজার বছরের দুনিয়ার মাটির ওপর+নিচের অবস্থানকাল জাহান্নামের তুলনায় এতই অল্প হবে যে সেটা তুলনায় এক দিনের কিছু অংশ হবারও যোগ্য নয়।
.
আল্লাহ তা’আলা আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিন।
.
.
[১) সূরা মু’মিনুন: ১১৪
২) ক)নবাব সিদ্দীক হাসান খান কিন্নাউজী (রাহ), ফাতহুল বায়ান ফি মাকাসিদিল কুর’আন: ৯/১৫৭; আল মাকতাবাতুল আসরিয়্যাহ, বৈরুত;
খ) ইমাম মুহাম্মাদ বিন আলী আশ শাওকানী (রাহ), ফাতহুল কাদীর: ৩/৫৯২; দারু ইবন কাসির, বৈরুত;
গ) শাইখ আবু বাকর জাবির আল জাযাইরী (রাহ), আইসারুত তাফাসীর: ৩/৫৪৩; মাকতাবাতু উলুম ওয়াল হিকাম, মদীনা]