রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,
ضَحِكَ رَبُّنَا مِنْ قُنُوطِ عِبَادِهِ وَقُرْبِ غِيَرِهِ
“বান্দা যখন ব্যর্থমনোরথ/হতাশ হয় আর (তা কাটানোর জন্য) আল্লাহ ব্যতীত অপরের নৈকট্য পেতে চায় তখন আমাদের রব হাসেন।”
.
সাহাবী আবু রাযীন [রা.] জিজ্ঞেস করলেন يَا رَسُولَ اللَّهِ أَوَ يَضْحَكُ الرَّبُّ
“হে আল্লাহর রাসূল, রব কি হাসেন?”
.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, نَعَمْ “হ্যাঁ।”
.
আবু রাযীন [রা.] বললেন, لَنْ نَعْدِمَ مِنْ رَبٍّ يَضْحَكُ خَيْرًا
“আমরা কখনোই এমন রব থেকে কল্যাণ বঞ্চিত হব না, যিনি হাসেন।”
.
.
[ ইমাম আহমাদ (রাহ.), আল মুসনাদ, হা: ১৬১৮৭; ইমাম আবু দাউদ আত তায়ালিসী (রাহ.), আল মুসনাদ, হা: ১০৯২; ইমাম আজুররী (রাহ.), আশ শারীআহ, হা: ৬৩৮-৩৯; ইমাম আবু আসিম (রাহ.), আস সুন্নাহ, হা: ৫৫৪, শাইখ দ্বিয়া আল আ’যামীর (রাহ.) মতে হাসান- আল জামিউল কামিল: ১/৩২১]
সংকলন: উস্তাদ মানযুরুল কারিম হাফি.