সিরাত গ্রন্থাদিতে দিনারি গোত্রীয় এক মহিলার ঘটনা বেশ প্রসিদ্ধ রয়েছে। সেই মহিলাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসা হয়। ইতিপূর্বে তার স্বামী, ভাই, বাবা সকল আপনজন উহুদের ময়দানে শহিদ হয়ে যান।
তাকে যখন তাদের শাহাদাতের সংবাদ জানানো হয় তখন তিনি সকলের কথা ছেড়ে জিজ্ঞেস করেন,
আল্লাহর রাসুলের স. অবস্থা কী,বলো তোমরা!
উত্তরে লোকজন বলে, তিনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার যেমন কামনা তিনি তেমনই (সুস্থ-স্বাভাবিক) আছেন।
এবার সাহাবিয়া র. বলেন,
আমায় তাঁকে দেখাও, আমি নিজের চোখে
তাঁকে দেখব!
তখন তাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান দেখিয়ে দেওয়া হয়। এরপর যখন তিনি নিজ চোখে আল্লাহর রাসুলকে
দেখতে পান তখন বলেন,
আপনি ঠিক থাকলে সকল মুসিবতই তুচ্ছ!
প্রিয় পাঠক, এই মহান সাহাবিয়ার নবিপ্রেমের গভীরতা অনুভব করতে একটু চেষ্টা করুন! বাবা, ভাই ও স্বামীবিয়োগের মতো বিরাট মুসিবতও তার
নিকট রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতার সামনে তুচ্ছ
বলে পরিগণিত হলো! হে আল্লাহ, আপনি এই আশেকায়ে রাসুলের ওপর আপনার অবারিত সন্তুষ্টি বর্ষণ করুন!
মূল: নবিজির প্রতি ভালোবাসা
ড. নুরুদ্দিন ইত্’র
মাকতাবাতুল হাসান