এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন, কোন ব্যক্তি সর্বোত্তম?
তিনি উত্তরে বললেন, من طال عمره، وحسن عمله
“যার বয়স বাড়ার সাথে সাথে আমলও সুন্দর হয়েছে।”
.
সেই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, নিকৃষ্ট ব্যক্তি কে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, من طال عمره، وساء عمله
“যার বয়স বাড়ার সাথে সাথে আমলও খারাপ হয়েছে সে।”
.
.
[ ইমাম আহমাদ (রাহ.), আল মুসনাদ, হা: ২০৪৪৩, আল্লামা শুআইব আরনাউত্বের (রাহ.) মতে হাসান]
সংকলন: উস্তাদ মানযুরুল কারিম হাফি.