সিফাত বিষয়ক বর্ণনাসমূহ কিভাবে মানতে হবে সে সম্পর্কে ইমাম আহমাদ বিন হাম্বল [রাহ] বলেন,
.
نُؤْمِنُ بِهَذِهِ الْأَخْبَارِ الَّتِي جَاءَتْ ، كَمَا جَاءَتْ ، وَنُؤْمِنُ بِهَا إِيمَانًا ، وَلَا نَقُولُ: كَيْفَ؟ وَلَكِنْ نَنْتَهِي فِي ذَلِكَ إِلَى حَيْثُ انْتُهِيَ لَنَا ، فَنَقُولُ مِنْ ذَلِكَ مَا جَاءَتْ بِهِ الْأَخْبَارُ كَمَا جَاءَتْ
.
“এসকল বর্ণনা যেভাবে এসেছে আমরা সেভাবেই বিশ্বাস করি। আমরা পূর্ণ ঈমানের সাথে এগুলো বিশ্বাস করি। আমরা বলিনা কিভাবে (এই সিফাতটা কিভাবে হল); বরং বর্ণনা আমাদের জন্য যেখানে থেমে গিয়েছে আমরাও সেখানেই থেমে যাই। অতঃপর বর্ণনাগুলো যেভাবে এসেছে আমরাও সেভাবেই বলি।”
.
.
[ ইমাম আল আজুররী (রাহ.), আশ শারীআহ: ৩/১১৫৪ ]
সংকলন: উস্তাদ মানযুরুল কারিম হাফি.