সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে আছে
الحياء شعبة من الإيمان
“হায়া বা লজ্জা হচ্ছে ঈমানের শাখা”
.
ইসলামী পরিভাষায় “হায়া” আসলে কী জিনিস?
শাইখ আবুল হাসান উবাইদুল্লাহ আল মুবারাকপুরী [রাহ.] এর সংজ্ঞায় বলছেন:
.
“শরঈভাবে হায়া হচ্ছে ঐ বৈশিষ্ট্যের নাম যা মানুষকে খারাপ/নিকৃষ্ট/মন্দ কাজ থেকে দূরে রাখে এবং কোনো হকদারের হক-কে কম দেয়া থেকে বাধা দেয়।”[১]
.
.
[১) মিরআতুল মাফাতিহ শরহু মিশকাতিল মাসাবিহ: ১/৪৭, ইদারাতুল বুহুসিল ইলমিয়্যাহ ওয়াদ দাওয়াহ ওয়াল ইফতা, আল জামিয়াতুস সালাফিয়্যাহ, বেনারস, ভারত, ৩য় সংস্করণ, ১৪০৪ হি.]