“যুলম পুরোটাই হারাম ও নিন্দনীয়। এর মধ্যে সবচাইতে উঁচু পর্যায়ের যুলম হল শিরক। নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় যুলম। আল্লাহ তাঁর সাথে শির্ক করার গুনাহ ক্ষমা করবেন না।
মধ্যম পর্যায়ের যুলম হল সেসব যুলম যা বান্দা অন্যায় ও সীমালঙ্ঘন করার মাধ্যমে করে থাকে।
নিম্ন পর্যায়ের যুলম হল সেসব যুলম যা বান্দা নিজের ওপর করে থাকে, যা তার ও তাঁর রবের মাঝে সীমাবদ্ধ।
.
কোনো লোক যদি মুশরিক ও কাফির থেকে থাকে, অতঃপর বাহ্যিক ও আত্মিকভাবে ইসলাম গ্রহণ করে মু’মিন হয়ে যায়, এরপর সে মানুষের ওপর ও নিজের ওপর যুলম করেও থাকে, এটাও কুফরের ওপর অটল থাকা থেকে অনেক ভালো।”
.
~ শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়াহ [রাহ.]
.
.
[ আল ইস্তিকামাহ: ১/৪৬৪-৬৫; জামিয়াতুল ইমাম মুহাম্মাদ বিন সাঊদ, মদীনা, ১ম সংস্করণ, ১৪০৩ হি.]
অনুবাদ: উস্তাদ মানযুরুল কারিম হাফি.