“রাসূলদের মাধ্যমে প্রেরিত আল্লাহর যিকর অন্তরে থাকলে তা শয়তানকে আদম সন্তানের অন্তরে প্রবেশে বাধা দেয়। আর যখন অন্তর যিকরশূন্য হয় তখন শয়তান তার দায়িত্ব নিয়ে নেয়। যেমনটা আল্লাহ তাআলা বলেন:
.
وَ مَنۡ یَّعۡشُ عَنۡ ذِکۡرِ الرَّحۡمٰنِ نُقَیِّضۡ لَهٗ شَیۡطٰنًا فَهُوَ لَهٗ قَرِیۡنٌ
.
‘যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে নিজেকে ফিরিয়ে নেয়, আমি তার জন্য শয়তানকে নিয়োজিত করি, অতঃপর সে হয় তার ঘনিষ্ঠ সহচর'[১]”[২]
~শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়াহ [রাহ.]
.
[ ১) সূরা আয যুখরুফ: ৩৬
২) মাজমুউল ফাতাওয়া: ১০/৩৯৯]