“হিজাজ, ইরাক, শাম ও মিসরের আহলু রায় ওয়াল আসার সকল ফকীহগণের মতে ঈমান হচ্ছে কথা ও কাজের সমষ্টির নাম। এর মানে হল মৌখিক উচ্চারণ অর্থাৎ ঈমানের মৌখিক স্বীকারোক্তি দান, আত্মিক বিশ্বাস, অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা সে মোতাবেক আমল করা আর এর সাথে থাকতে হবে সঠিক নিয়ত মোতাবেক ইখলাস।
এই মত পোষণকারী হচ্ছেন ইমাম মালিক বিন আনাস, ইমাম লাইস বিন সা’দ, ইমাম সুফইয়ান আস সাওরী, ইমাম আওযাঈ, ইমাম আশ শাফিঈ, ইমাম আহমাদ বিন হাম্বাল, ইমাম ইসহাক বিন রাহাওয়াইহ, ইমাম আবু উবাইদ বিন কাসিম ইবনু সাল্লাম, ইমাম দাউদ বিন আলী, ইমাম আবু জা’ফার আত তাবারী [রাহ.] এবং যারা তাঁদের পথে চলেছেন সেসকল ব্যক্তিবর্গ।”
~ ইমাম ইবন আব্দিল বার আল মালিকী [রাহ.]
[ আত তামহীদ: ৬/৩৮১; তাহকীক: বাশশার আওয়্যাদ মা’রূফ ও তাঁর সহযোগীরা]