“মালিক অর্থাৎ আল্লাহকে যে পেতে চায়, তার সামনে কেউ কারও গীবত করলে বা অহেতুক কথাবার্তায় লিপ্ত হলে (তার প্রথম কর্তব্য তাতে বাধা দেওয়া) আর তাতে বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে সেখান থেকে উঠে যাওয়াই (দ্বিতীয়) কর্তব্য। এতে সেই গীবতকারীর মনে কষ্ট লাগলে সেদিকে ভ্রুক্ষেপ করবে না। কেননা অন্যের মন রক্ষার চেয়ে নিজের দ্বীনরক্ষা বেশি জরুরী।
.
স্বাভাবিকভাবে ওঠা সম্ভব না হলে অন্য কোনো বাহানায় উঠে যাবে। অথবা ইচ্ছাকৃত অন্য কোনও আলোচনা শুরু করে দেবে, যাতে সেই আলোচনা বন্ধ হয়ে যায়।”
.
~ হাকীমুল উম্মাহ মাওলানা আশরাফ আলী থানভী [রাহ.]
.
.
[ মুফতী তাকী উসমানী (হাফি.), ইসলাম ও আমাদের জীবন: ৭/১৩০]
সংকলনঃ উস্তাদ মানযুরুল কারিম