“সূরা ফাতহের শেষ আয়াতে আল্লাহ তাআলা এই বিশেষ শ্রেণির ব্যাপারে আলোচনা করেছেন, যাদের হাতে তিনি উম্মাহর বিজয় নিশ্চিত করেছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন,
.
مُّحَمَّدٞ رَّسُولُ ٱللَّهِۚ وَٱلَّذِينَ مَعَهُۥٓ أَشِدَّآءُ عَلَى ٱلۡكُفَّارِ رُحَمَآءُ بَيۡنَهُمۡۖ تَرَىٰهُمۡ رُكَّعٗا سُجَّدٗا يَبۡتَغُونَ فَضۡلٗا مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٗاۖ سِيمَاهُمۡ فِي وُجُوهِهِم مِّنۡ أَثَرِ ٱلسُّجُودِۚ
.
‘মুহাম্মাদ আল্লাহর প্রেরিত একজন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। তাঁর সাথে যারা রয়েছে তাঁরা কাফিরদের প্রতি বেশ কঠোর এবং একজন অপরজনের প্রতি খুব দয়াশীল। তুমি তাঁদের দেখবে রুকু-সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে সন্তুষ্টি ও অনুগ্রহ প্রার্থনা করছে। কপালে সিজদার চিহ্ন হচ্ছে তাঁদের চেনার লক্ষণ”[১]
.
এ বৈশিষ্ট্যের অধিকারী সম্প্রদায়ের সংখ্যা যত বেশি বৃদ্ধি পাবে, আল্লাহর ইচ্ছায় মুসলমানদের পুনরায় বিশ্বময় জয় ও ক্ষমতা লাভ ততই অবশ্যম্ভাবী হবে। মুসলমান আবার পরিণত হবে এক শক্তিধর জাতিতে, যাদের সবাই শ্রদ্ধা করবে পূর্বের ন্যায়।
.
বর্তমানে আমরা আমাদের বিশ্বময় যে করুণ অবস্থা স্বচক্ষে দেখতে পাচ্ছি, এর একমাত্র কারণ হচ্ছে আমরা কুরআন পড়া ও বুঝে এর ওপর আমল করা থেকে নিজেদের বহু দূরে সরিয়ে নিয়েছি”
.
~ ড. খালিদ বিন আব্দিল কারীম মুহাম্মাদ [হাফি.][২]
.
.
[ ১) সূরা আল ফাতহ: ২৯
২)কুরআন অনুধাবন: পদ্ধতি ও সতর্কতা, পৃ: ৩১; অনু: মুফতী জাওয়াদ আহমাদ, উমেদ প্রকাশ]
সংকলনঃ উস্তাদ মানযুরুল কারিম