সুদখোরের সম্পদ
ইমাম আব্দুর রাযযাক সানআনীর [রাহ.] উস্তায মা’মার [রাহ.] বলেন,“আমরা শুনেছি যে সুদখোরের সম্পদ ৪০ বছরের মধ্যেই ধ্বংস হয়ে যায়।”.ইমাম আব্দুর রাযযাক [রাহ.] বলেন, এই কথা সাওরীও [রাহ.] বলেছেন আর আমি তো এটা হতে দেখেছি।..[ ইমাম আব্দুর রাযযাক সানআনী (রাহ.), আল মুসান্নাফ, হা: ১৫৩৫৩] সংকলন: উস্তাদ মানযুরুল কারিম হাফি.
সিফাত বিষয়ক বর্ণনাসমূহ কিভাবে মানতে হবে
সিফাত বিষয়ক বর্ণনাসমূহ কিভাবে মানতে হবে সে সম্পর্কে ইমাম আহমাদ বিন হাম্বল [রাহ] বলেন,.نُؤْمِنُ بِهَذِهِ الْأَخْبَارِ الَّتِي جَاءَتْ ، كَمَا جَاءَتْ ، وَنُؤْمِنُ بِهَا إِيمَانًا ، وَلَا نَقُولُ: كَيْفَ؟ وَلَكِنْ نَنْتَهِي فِي ذَلِكَ إِلَى حَيْثُ انْتُهِيَ لَنَا ، فَنَقُولُ مِنْ ذَلِكَ مَا جَاءَتْ بِهِ الْأَخْبَارُ كَمَا جَاءَتْ.“এসকল বর্ণনা যেভাবে এসেছে আমরা সেভাবেই বিশ্বাস করি। আমরা […]