বিশ্বাসের ত্রুটি

“যে এই বিশ্বাস পোষণ করে যে আল্লাহ যা আদেশ করেছেন তাতে দানা পরিমাণ সংকীর্ণতা (حرج) রয়েছে, সে আল্লাহ ও তাঁর রাসূলকে ﷺ মিথ্যা প্রতিপন্ন করলো। তাহলে যে ব্যক্তি আল্লাহর কর্তৃক আদিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে মনে করে যে তার মাঝে ফাসাদ (গোলোযোগ) রয়েছে বা ক্ষতি রয়েছে, তাতে কোনো উপকার নেই বা কোনো কল্যাণ(মাসলাহাহ) নেই-তার কী অবস্থা […]