জান্নাতে একটি বাড়ি

“যে ব্যক্তি চার রাকআত সালাতুদ দুহা পড়ে এবং যুহরের আগে চার রাকআত (সুন্নাহ)[১] সালাত আদায় করে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়”[২].‌من ‌صلى ‌الضحى ‌أربعا ‌وقبل ‌الأولى ‌أربعا، بني له بيت في الجنة.~ রাসূলুল্লাহ ﷺ..[ ১) ইমাম মুনাউই (রাহ), ফাইদ্বুল কাদীর: ৬/১৬৬ এ প্রদত্ত ব্যাখ্যা অনুযায়ী অনূদিত২) শাইখ আলবানী (রাহ.), সহীহুল জামি, হা: ৬৩৪০, […]

নিরাপত্তার চাবি

“যে ৫টি জিনিস থেকে বেঁচে গেলো সে দুনিয়া ও আখিরাতের ক্ষতি থেকে বেঁচে গেলো, (সেগুলো হলো):১) ঔদ্ধত্য,২) রিয়া,৩) অহংকার,৪) অপরকে হেয় প্রতিপন্ন করা ও৫) প্রবৃত্তি।”.~ ইমাম ফুযাইল বিন ইয়ায [রাহ.]..[ ইমাম আবু নুআইম আসবাহানী (রাহ.), হিলইয়াতুল আওলিয়া: ৮/৯৫]