গুনাহ থেকে বেঁচে থাকার উপায়

“মানুষ যখন কুরআন তিলাওয়াত করে ও তা নিয়ে গভীর চিন্তাভাবনা করে তখন তা গুনাহ থেকে বেঁচে থাকার সবচাইতে শক্তিশালী কারণসমূহের একটিতে পরিণত হয়।”.~ শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়াহ [রাহ.]..[ মাজমুঊল ফাতাওয়া: ২০/ ১২৩]
কালকেই ভালো হয়ে যাবো

“তুমি এরকম বলো না যে আমি তো সবে মাত্র যুবক, শীঘ্রই তাওবাহ করে নেব। চুল পাকার আগেই কত যুবককে মৃত্যু গ্রাস করে নিয়েছে। ফসল ফলানোর আগেই কত বীজ অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে। মৃত্যু তো আকস্মিকভাবেই এসে পড়বে। আর নেক আমলই তোমাকে দুনিয়া ও আখিরাতে উপকৃত করবে।”.~ শাইখ আব্দুল আযীয বিন বায [রাহ.]..[ মাজমুঊ ফাতাওয়া: ২৪/৩০৪]
গোপন আমল

“তোমাদের কেউ যদি এতে সক্ষম হয় যে তার কিছু গোপন নেক আমল থাকবে (যা অন্য কেউ জানবে না) তবে সে যেন তেমন আমল করে”.من استطاع منكم أن يكون له خبء من عمل صالح فليفعل.~ রাসূলুল্লাহ ﷺ..[ শাইখ আলবানী (রাহ.), সহিহুল জামি, হা: ৬০১৮, তাঁর মতে সহিহ]