আমল কবুলের শর্ত কি কি?
প্রশ্ন: আল্লাহ তাআলা কখন বান্দার আমলকে কবুল করেন? কোনো আমল আল্লাহর নিকট নেক ও গ্রহণযোগ্য আমল হওয়ার শর্তসমূহ কী কী? উত্তর:الحمد للهوبعد: কোনো আমলে যতক্ষণ ২টি জিনিসের পূর্ণতা না থাকছে ততক্ষণ তা ইবাদাতে পরিণত হতে পারে না, এ দুটি হচ্ছে: আল্লাহর জন্য পরিপূর্ণ বশ্যতার পাশাপাশি আল্লাহর জন্য পরিপূর্ণ মুহাব্বত। আল্লাহ তাআলা বলেন, وَٱلَّذِینَ ءَامَنُوۤا۟ أَشَدُّ […]