জাহিলী স্বভাব
❝(জাহিলী স্বভাব হল) যখন তারা দলীলের মাধ্যমে পরাভূত হয় তখন শাসকদের কাছে গিয়ে অভিযোগ পেশ করে। যেমনটা (তাদের বক্তব্য আল্লাহ উল্লেখ করেছেন) তারা বলেছিল (মূসা আ. এর ক্ষেত্রে).أَتَذَرُ مُوسَىٰ وَقَوۡمَهُۥ لِیُفۡسِدُوا۟ فِی ٱلۡأَرۡضِ.‘আপনি কি মূসা ও তার জাতিকে এভাবেই ছেড়ে দেবেন, যেন সে জমিনে বিপর্যয় সৃষ্টি করতে পারে?'[১]❞[২].~ শাইখ মুহাম্মাদ বিন আব্দিল ওয়াহহাব [রাহ.]..[ ১) […]
যেভাবে একজন কাফির হয়ে যায়….
“যদি কেউ মুখে ঈমানের স্বীকৃতি দেয় কিন্তু আমলীভাবে কুফরি করে তাহলে সে-ও কাফির হবে। যেমন কেউ কালিমায়ে তাওহিদও পড়ে আবার মূর্তি পূজাও করে (সে কাফির হবে)”.~ মুফতী খালিদ সাইফুল্লাহ রাহমানী [হাফি.]..[আসান ইলমে কালাম, পৃ: ১১১; আল মা’আহাদুল আলী আল ইসলামী, হায়দারাবাদ, ভারত, ২০২০ ঈ.] সংকলনঃ উস্তাদ মানযুরুল কারিম
গীবত হতে দেখলে করণীয়
“মালিক অর্থাৎ আল্লাহকে যে পেতে চায়, তার সামনে কেউ কারও গীবত করলে বা অহেতুক কথাবার্তায় লিপ্ত হলে (তার প্রথম কর্তব্য তাতে বাধা দেওয়া) আর তাতে বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে সেখান থেকে উঠে যাওয়াই (দ্বিতীয়) কর্তব্য। এতে সেই গীবতকারীর মনে কষ্ট লাগলে সেদিকে ভ্রুক্ষেপ করবে না। কেননা অন্যের মন রক্ষার চেয়ে নিজের দ্বীনরক্ষা বেশি জরুরী।.স্বাভাবিকভাবে […]
কোনো নির্দিষ্ট ব্যক্তিকে জাহান্নামী বলে সাক্ষ্য দেওয়া
“কোনো নির্দিষ্ট ব্যক্তিকে জাহান্নামী বলে সাক্ষ্য দেয়া জায়েয নয়, তবে যাদের ব্যাপারে নস (আয়াত/হাদিস) রয়েছে তাদের কথা ব্যতীক্রম। যেমন আবু লাহাবের ব্যাপারে নস রয়েছে-سَیَصۡلٰی نَارًا ذَاتَ لَهَبٍ‘অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে'[১]একইভাবে হত্যা করার পর আবু জাহেল ও তার সঙ্গীদের তিরস্কার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনهَلْ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا؟ فَإِنِّي وَجَدْتُ […]