যাদের হাতে উম্মাহর বিজয়
“সূরা ফাতহের শেষ আয়াতে আল্লাহ তাআলা এই বিশেষ শ্রেণির ব্যাপারে আলোচনা করেছেন, যাদের হাতে তিনি উম্মাহর বিজয় নিশ্চিত করেছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন,.مُّحَمَّدٞ رَّسُولُ ٱللَّهِۚ وَٱلَّذِينَ مَعَهُۥٓ أَشِدَّآءُ عَلَى ٱلۡكُفَّارِ رُحَمَآءُ بَيۡنَهُمۡۖ تَرَىٰهُمۡ رُكَّعٗا سُجَّدٗا يَبۡتَغُونَ فَضۡلٗا مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٗاۖ سِيمَاهُمۡ فِي وُجُوهِهِم مِّنۡ أَثَرِ ٱلسُّجُودِۚ.‘মুহাম্মাদ আল্লাহর প্রেরিত একজন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। […]
একটু আলোর সন্ধানে
“যে এটা ভালোবাসে যে আল্লাহ তার অন্তরকে খুলে দিন ও আলোকিত করে দিন তার উচিৎ যে সে অহেতুক কথাবার্তা বর্জন করবে, গুনাহ বর্জন করবে এবং আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে বেঁচে থাকবে। আর তার এমন কিছু আমল থাকবে যা কেবল তার ও আল্লাহর মাঝেই গোপন রয়েছে।”.~ ইমাম আশ শাফিঈ [রাহ.]..[ ইমাম বাইহাক্বী (রাহ.), মানাকিবুশ শাফিঈ: ২/১৭১; […]