আল্লাহ যাদের দেখভাল করেন
“যারা আল্লাহ পাকের কালাম নিয়ে ব্যস্ত থাকেন, তাদের চাওয়ার প্রয়োজন হয়না, আল্লাহ পাকই তাদের প্রয়োজনের আয়োজন করেন। দুনিয়া আখেরাত উভয় জাহানে তারাই আল্লাহর দানে ধন্য হয়।”.~মাওলানা মো. আমিনুল ইসলাম [রাহ.]..[ তফসীরে নূরুল কোরআন: ১/৪৭] সংকলনঃ উস্তাদ মানযুরুল কারিম
হক্ব চেনার মাধ্যম
“আমরা অধিক অনুসারী দ্বারা হককে চিনি না, আমরা হককে চিনি কুরআন ও সুন্নাহের সাথে সাযুজ্যের মাধ্যমে”.~ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমিন [রাহ.]..[ আশ শারহুল মুমতি’ আলা যাদিল মুস্তাক্বনী: ৪/৩৭৯; দারু ইবনিল জাওযী, ১৪২৮ হি.] অনুবাদঃ উস্তাদ মানযুরুল কারিম হাফি.
যার ঈমান কমে যায়…
“যে আল্লাহর যিকর বাড়ায় এবং আল্লাহর কিতাবের তিলাওয়াত বাড়ায় তার ঈমানও বাড়ে; আর যে আবশ্যিক মৌখিক যিকর কমিয়ে দেয় তার ঈমানও কমে যায়।”.~ ইমাম ইবন রাজাব হাম্বলী [রাহ.]..[ ফাতহুল বারী: ১/৯; মাকতাবাতুল গুরাবা আল আসারিয়্যাহ, মদীনা, ১৯৯৬ ঈ.] অনুবাদঃ উস্তাদ মানযুরুল করিম