পুঁজিবাদ; একটি জীবনব্যবস্থাঃ ইতিহাস, বৈশিষ্ট্য ও কর্মপদ্ধতি

ড. জাভেদ আকবর আনসারীর লেখা অবলম্বনে পুঁজিবাদ; একটি জীবনব্যবস্থাঃ ইতিহাস, বৈশিষ্ট্য ও কর্মপদ্ধতি আব্দুল্লাহ বিন বশির হাফি.   ১.১ পুঁজিবাদের ইতিহাস এনালাইনটেনমেন্ট আন্দোলনের ভিত রচনাকারী চিন্তাবিদগণ মনে করেন, পুঁজিবাদের বিজয় হিউম্যান বিয়িংয়ের পরিপক্কতার বহিঃপ্রকাশ। কান্টের বক্তব্য মতে, ‘মানুষ যখন অপরিপক্ক ছিলো, নিজের সবকিছুতেই সে স্রষ্টার মুখাপেক্ষী ছিলো। সপ্তদশ শতাব্দীতে বিজ্ঞানের অভাবনীয় উন্নতিতে মানুষ পরিপক্কতায় পৌঁছে। […]