“যে ব্যক্তি চার রাকআত সালাতুদ দুহা পড়ে এবং যুহরের আগে চার রাকআত (সুন্নাহ)[১] সালাত আদায় করে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়”[২]
.
من صلى الضحى أربعا وقبل الأولى أربعا، بني له بيت في الجنة
.
~ রাসূলুল্লাহ ﷺ
.
.
[ ১) ইমাম মুনাউই (রাহ), ফাইদ্বুল কাদীর: ৬/১৬৬ এ প্রদত্ত ব্যাখ্যা অনুযায়ী অনূদিত
২) শাইখ আলবানী (রাহ.), সহীহুল জামি, হা: ৬৩৪০, তাঁর মতে হাসান]