ইমাম ইসহাক ইবনু রাহওয়াইহ (রাহিমাহুল্লাহ) বলেন,
‘ মুসলিমদের সর্বসম্মত মত হলো, যে ব্যক্তি আল্লাহ অথবা তার রাসুলকে গালমন্দ করে বা আল্লাহর অবতীর্ণ কোন বিধানকে উৎখাত করে অথবা কোন নবিকে হত্যা করে তাহলে সে কাফির; যদিও আল্লাহর অবতীর্ণ অন্য সকল বিধানকে সে স্বীকার করে। ’
[আল-ইসতিযকার : ২/১৫০]