“জেনে রাখুন, আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল সকল ইবাদাত এমনকি সালাত শেখার আগেই তাওহিদ শেখা। একইভাবে যিনা ও অন্যান্য গুনাহ সম্পর্কে জানার আগে শির্ক সম্পর্কে জানা সর্বাধিক গুরুত্বপূর্ণ। কেননা আপনি জানেন যে আল্লাহ এছাড়া (তাওহিদ ছাড়া) অন্য কিছুর জন্য আপনাকে সৃষ্টি করেন নি। তাই আপনার আবশ্যকীয় কর্তব্যের মধ্যে রয়েছে যে আপনি আপনার পরিবারের লোকদেরকে এবং যারা আপনার অধীনস্থ রয়েছে যেমন স্ত্রী, মেয়ে ও কর্মচারী তাদেরকে তাওহিদ ও শির্ক সম্পর্কিত জ্ঞান শেখাবেন”
~ ইমাম মুহাম্মাদ ইবন আব্দিল ওয়াহহাব [রাহ.]
[ আদ দুরারুস সানিয়্যাহ ফি আজউইবাতিন নাজদিয়্যাহ: ১/১৫৯]
সংকলন: উস্তাদ মানযুরুল কারিম হাফি.