আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছেনঃ
নগরবাসীর পক্ষে গ্রামবাসীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২৩৬৭
হাদিসের মান: সহিহ হাদিস
আবদুল্লাহ বিন আমর ইবনুল আস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
প্রতারক (খেয়ানতকারী) নারী-পুরুষ,
ইসলামী আইনের আওতায় হদ্দের শাস্তি ভোগকারী এবং
বিপক্ষের প্রতি শত্রুতা পোষণকারীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২৩৬৬
হাদিসের মান: হাসান হাদিস