“(অন্য দিকে) মুত্তাকীদের জন্য আছে সাফল্য
বাগান, আঙ্গুর, আর সমবয়স্কা নব্য যুবতী এবং পরিপূর্ণ পানপাত্র। সেখানে তারা শুনবে না অসার অর্থহীন আর মিথ্যে কথা।
এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দান,
যিনি আকাশ, পৃথিবী আর এগুলোর মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক,
তিনি অতি দয়াময়,
তাঁর সম্মুখে কথা বলার সাহস কারো হবে না।
সেদিন রূহ (জিবরাঈল) আর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কেউ কোন কথা বলতে পারবে না, সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দিবেন, আর সে যথার্থ কথাই বলবে।
এ দিনটি সত্য, সুনিশ্চিত, অতএব যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করুক।
আমি তোমাদেরকে নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করছি, যেদিন মানুষ দেখতে পাবে তার হাতগুলো আগেই কী (‘আমাল) পাঠিয়েছে আর কাফির বলবে- ‘হায়! আমি যদি মাটি হতাম (তাহলে আমাকে আজকের এ ‘আযাবের সম্মুখীন হতে হত না)।
সূরা আন নাবা, আয়াতঃ ৩১-৪০