“যেহেতু দুনিয়া হচ্ছে মু’মিনের কারাগার আর কাফিরের জান্নাত, কাজেই কারাগারের বাসিন্দা যতক্ষণ না তা থেকে বের হচ্ছে ততক্ষণ বিপদআপদ তাঁর থেকে দূর হবে না। যখন সে এই কারাগার থেকে বের হবে তখন সে আশাআকাঙ্ক্ষা আর চিরকালীন নিয়ামত লাভে ধন্য হবে।
অন্যদিকে জান্নাতের অধিবাসী যখন তা থেকে বের হবে তখন সে চিরকালীন কারাগারে নিক্ষিপ্ত হবে।”
.
~ ইমাম ইবন রাজাব হাম্বলী [রাহ.]
.
.
[ মাজমুউ রাসাইল: ১/২২৩]
সংকলন: উস্তাদ মানযুরুল কারিম হাফি.