ঈমান হচ্ছে কথা ও আমলের সমষ্টি যা বাড়ে ও কমে। বর্ণিত আছে যে, ঈমানের দিক থেকে তারাই পূর্ণাঙ্গ মুমিন, যারা চরিত্রের দিক থেকে উত্তম (১)। যে ব্যক্তি সালাত ছেড়ে দিলো সে ব্যক্তি কাফের (২)। কোনো আমলই নেই যা পরিত্যাগ করা কুফর, কেবলমাত্র সালাত ছাড়া। সুতরাং সে সালাত ছেড়ে দিলো সে কাফের গন্য হবে। (তার শাস্তি হচ্ছে) তাকে হত্যা করা, (যা) আল্লাহ তা’আলা বৈধ করেছেন(৩)।
টীকা:
(১) তিরমিজি,১১৬২
(২) মুমিন ব্যক্তি এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। -সহীহ মুসলিম ৮২, আবু দাউদ ১৬৫৮, নাসাঈ ১/২৩১
(৩)অলসতা ও অবহেলায় সালাত ত্যাগকারীর বিধান সম্পর্কে আলিমদের মাঝে মতানৈক্য পরিলক্ষিত হয়। এ বিষয়ে দু’ধরণের অভিমত পাওয়া যায়।
প্রথম: সে কাফির নয়, বরং ফাসিক, অবাধ্য, কাবীরা গুনাহকারী: এটি অধিকাংশ ইমামের
অভিমত। যেমন- সুফিয়ান সাওরী, ইমাম আবূ হানীফা ও তার শিষ্যবৃন্দ এবং ইমাম
মালিক। আর (প্রসিদ্ধ অভিমতে) ইমাম শাফিঈও এমত পেশ করেছেন।
ইমাম আহমাদ ইবন হাম্বল এর দু’টি অভিমতের একটি অভিমত এটি । হাশিয়া ইবন আবেদীন ১/২৩৫
মূল: উসূলুস সুন্নাহ (আক্বীদার মূলনীতি)
ইমাম আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে হামবাল রহি.
মাকতাবাতুস সুন্নাহ