আত্নমর্যাদার গল্প

বনু কাইনুকার বাজার। স্বর্ণ, রৌপ্য আর যাবতীয় ধাতুর দোকানগুলোতে রমরমা ব্যবসা চলছে। মদীনার ইসলামি রাষ্ট্রের প্রধান স্বয়ং নবীজী (সা) কিছু দিন হল বদরের বিজয় অর্জন করেছেন মক্কার কুরাইশ মুশরিকদের বিরুদ্ধে। মুসলিমরা খুব আনন্দিত। এক পর্দানশীল মুসলিমা গেলেন ইহুদী গোত্র বনু কাইনুকার বাজরে। বনু কাইনুকা নবীজী (সা) এর সাথে চুক্তিবদ্ধ এবং মদীনার ইসলামী রাষ্ট্রের নাগরিক। মুসলিমরা কখনোই তাদের স্বাভাবিক জীবন-যাপনে বাধা দেয় নি। অথচ সেই দিন ঘটে গেল এক ঘটনা। পর্দানশীল মুসলিমা এক ইহুদী স্বর্ণাকারের দোকানে গেলেন গহনা দেখতে। এক পর্যায়ে ইহদী স্বর্ণাকারটি পর্দানশীল মুসলিমার নিকাবটি খুলে মুখ দেখাতে বলল। কিন্তু ওই মুসলিমা নিকাব খুলতে রাজি হলেন না।

.
.

এতে ইহদী বদমাশটি মনোক্ষুণ্য হল। যেভাবে এযামানায় কুফফার গোষ্ঠিগুলোর মুসলিমাদের নিকাব নিয়ে চুলকানী আছে, বুঝা গেল যে নবীজী (সা) এর যুগেও তেমন চুলকানী ছিল। কারণ যখন একজন মুসলিমা নিকাব করে, এবং কাফির-মুনাফিকেরা তার দিকে কোন কু-নযর দিতে পারে না, তখন তা কাফির-মুনাফিকদের অন্তরে জ্বালা-পোড়া সৃষ্টি করে। কু-নযরের বিষে তাদের হৃদয়েই বিষক্রিয়া হয়, মস্তিষ্ক আরো বিকৃত হয়ে যায়। যার প্রভাবে তাদের চুলকানীর সৃষ্টি হয়। এবং তারা বিভিন্ন ষড়যন্ত্র আর আঘাতের জন্য সর্বদা মুখিয়ে থাকে। কারণ একজন মুসলিমার সম্মান সারাবিশ্বের সকল ধন-সম্পদের জন্যও গুরুত্বপূর্ণ বলা যায়। আর এতে আঘাত আনতে পারা শয়তানের জন্য যথেষ্ঠ খুশির ব্যাপার।

.
.

তো সেই ইহুদীটিও কুবুদ্ধি আটলো। সেই বো‌নটি যখন চেয়ারে বসে ছিলেন, তখন সুযোগ বুঝে তার পোষাকে পেরেক মেরে দেয়া হল। তাই যখনই বোনটি উঠে দাড়লেন, তখন তার পোষাক ছিড়ে পর্দা নষ্ট হয়ে গেল । কত বড় স্পর্ধা সেই ইহুদীর!! স্বয়ং নবীজী (সা) এর যামানায়, সাহাবাদের তৈরী করা ইসলামী রাষ্ট্রে সকল নাগরিক সুবিধা ভোগ করার পরও সে একজন সম্মানিতা পর্দানশীল মুসলিমার সাথে এত বড় অনাচারটি করল। নূন্যতম ঈমানওয়লা কোন মুসলিমও এই অপমান মেনে নিতে পারে না। তাই যখন আমাদের বোনটি আত্মনার্দ করে উঠল, তখন সেই বাজারেই থাকা এক মুসলিম যুবক সাড়া দিল। তরবারী কোষমুক্ত করে এক কোপে ইহুদী স্বর্ণকারে মস্তক ধড় থেকে আলাদা করে ফেলা হল। কারণ, যারা মুসলিমাদের অসম্মানিত আকাঙ্ক্ষা রাখে তাদের জীবিত থাকার অধিকার নেই।

.
.

এরপর বাজারে থাকা সেই ইহুদী স্বর্ণাকারের ইহুদী মিত্ররা সেই মুসলিম যুবককে সেখানেই হত্যা করে ফেলল। কতই না সম্মানের এই মৃত্যু। যখন এই খবর নবীজী (সা) এর নিকট পৌছল, তিনি বনু কাইনুকাকে সেই হত্যাকান্ডে জড়িত থাকা ইহুদীদের রাষ্ট্রের হাতে তুলে দিতে বললেন, এবং রাষ্ট্র প্রধান হিসেবে বিচারের দায়িত্ব তার হাতেই ছেড়ে দিতে বললেন। কিন্তু বনু কাইনুকা তা করতে রাজি না হয়ে উল্টো চুক্তি ভঙ্গ করে বিদ্রোহ করল। মুসলিমরা ইহুদী বনু কাইনুকা গোত্রকে অবরোধ করলো। দুই সপ্তাহ অবরোধের পর তারা বাধ্য হয়ে আত্মসমর্পণ করলো। এরপর নবীজী (সা) তাদের শাস্তি হিসেবে তিনদিন সময় দিলেন মদীনা ছেড়ে চলে যাবার। এটাই ছিল মুসলিমদের সাথে ইহুদীদের প্রথম কোন সংঘর্ষ, যা শুরু হয়েছিল কুরুচিপূর্ণ ইহুদীর এক নিকাবী মুসলিমার চেহারা দেখতে চাওয়ার খায়িশ থেকে।

শেয়ার করুন:

সাম্প্রতিক ব্লগ

ট্যাগ

অশ্লীলতা6 আকিদাহ বিষয়ক প্রশ্নোত্তর2 আখলাক1 আনুগত্য1 আমল31 আমল কবুলের শর্ত1 আসমা ওয়াস সিফাত11 ইবনে তাইমিয়াহ রহি.17 ইবনে তায়্যিমিয়া রহি.1 ইমাম আহমাদ ইবনে হামবাল রহি.3 ইশকে রাসুল স.3 ঈমান17 ঈমাম শাফিঈ রহি.1 উলামাকথন18 উসুলুস সুন্নাহ1 কবর1 কিয়ামত1 কুফর1 ক্বুরআন10 গাইরত2 জান্নাত2 জাহান্নাম2 জুমু'আ5 তাওহীদ14 তাফসীর4 দরসগাহ ম্যাগাজিন ২6 দাম্পত্য1 নারীবাদ1 পুঁজিবাদ1 প্রবন্ধ4 বদর1 বারাকাহ1 বাংলায় মুসলিম শাসনের ইতিহাস0 বিচার ফয়সালা5 বিজ্ঞানবাদ1 বিবিধ প্রশ্নোত্তর1 বিশুদ্ধ তাওবাহ3 বিশ্বকাপ1 মাজমুঊল ফাতওয়া2 মানহাজ1 ম্যাগাজিন1 যাকাত1 রমাদান1 রামাদান হাদিস2 রোযা2 শয়তানের চক্রান্ত1 শাইখ আহমাদ মুসা জীবরিল হাফি.1 শাইখ উসাইমিন রহি.1 শায়েস্তা খান0 শাস্তি1 শিরক1 সমকামীতা1 সাওম3 সাম্প্রদায়িকতা1 সালাত1 সাহাবী1 সিয়াম2 সিরাত1 সূরা আন নাবা1 সূরা আল আনককবুত1 সূরা আল হাজ্জ1 সূরা মাউন1 সূরা হূদ1 হত্যা1 হদ1 হাদিসে কুদসী3 হামজা জর্জিস1 হাশর1

সাবস্ক্রাইব করুন