“জেনে রাখ, যখন তুমি তোমার ভাইয়ের দোষ প্রচার করবে তখন আল্লাহ এই কাজের ফল মোতাবেক তোমার ওপর এমন কাউকে চাপিয়ে দেবেন যে তোমার দোষগুলো প্রচার করে বেড়াবে। এটা মনে করো না যে জালিমরা যা করে সে সম্পর্কে আল্লাহ গাফেল; বরং সে মানুষের সাথে যা করে অনুরূপ করার জন্য আল্লাহ তার ওপর কাউকে চাপিয়ে দেবেন।”
.
~ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমিন [রাহ.]
.
.
[ তাফসিরুল কুরআনিল কারিম, পৃ: ৫২ (সূরা আল হুজুরাত থেকে আল হাদীদ পর্যন্ত]
সংকলন: উস্তাদ মানযুরুল কারিম হাফি.