আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এক মুসলিমের উপর অন্য মুসলিমের ৬ টি হাক্ব রয়েছে–
১. কারো সাথে সাক্ষাৎ হলে সালাম দেবে;
২. আমন্ত্রন করলে তা ক্ববূল করবে;
৩. পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেবে;
৪. হাঁচি দিয়ে আল-হামদুলিল্লাহ পড়লে তার জবাব দেবে (ইয়ারহামুকাল্লাহ বলবে)
৫. পীড়িত হলে তার কাছে গিয়ে তার খবরাখবর নেবে;
৬. সে ইন্তিকাল করলে তার জানাযা সলাতে অংশগ্রহণ করবে ।
মুসলিম ২১৬২, বুখারী ১২৪০, তিরমিযী ২৭৩৭, নাসায়ী ১৯৩৮, আবূ দাউদ ৫০৩০, ইবনু মাজাহ ১৪৩৫, আহমাদ ২৭১৫৫ , বুলুগুল মারাম ১৪৩৭