আব্দুল্লাহ ইব্ন মাসউদ থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
“এক ব্যক্তি অপর ব্যক্তির হাত ধরে উপস্থিত হবে এবং বলবেঃ
হে আমার রব, এ ব্যক্তি আমাকে হত্যা করেছে।
আল্লাহ বললেনঃ কেন তাকে হত্যা করেছ?
সে বলবেঃ আমি তাকে এ জন্য হত্যা করেছি যেন আপনার সম্মান বুলন্দ হয়।
তিনি বলবেনঃ হ্যাঁ তা আমার জন্য।
অপর ব্যক্তি অপর ব্যক্তির হাত ধরে উপস্থিত হবে এবং বলবেঃ এ ব্যক্তি আমাকে হত্যা করেছে।
আল্লাহ তাকে বলবেন কেন হত্যা করেছ?
সে বলবেঃ যেন অমুকের সম্মান বুলন্দ হয়।
তিনি বলবেনঃ তার জন্য সম্মান নয়, ফলে সে তার পাপ বহন করবে”।
সহিহ হাদিসে কুদসি, হাদিস নং ১৫৩
হাদিসের মান: সহিহ হাদিস