❝দুই ব্যক্তির অনুসরণ করা থেকে বিরত থাকবেন-
এক. এমন আলিমের অনুসরণ থেকে বিরত থাকবেন, যে তর্কে পারদর্শী অথচ নেতৃত্বলোভী। অথবা যে আলিম বিচারকের পদ লাভ করার পর সে পদ রক্ষার জন্য মরিয়া হয়ে থাকে। অথবা যে আলিম চাকচিক্যময় কথার মাধ্যমে উপদেশ দিয়ে তার নিজের জগতকে সংকীর্ণ করে ফেলে।
.
দুই. এমন দুনিয়াবিমুখ ব্যক্তির অনুসরণ থেকে বিরত থাকবেন, যে তার অজ্ঞতার কারণে নিজের ভ্রান্ত মত অনুযায়ী পরিবর্তিত হতে থাকে৷ নিজেকে হাতে চুমো খাওয়ার যোগ্য এবং বরকতময় মনে করে। আল্লাহর শরীয়াহ এবং রীতি বাদ দিয়ে নিজের প্রবৃত্তি অনুযায়ী আমল করে।
.
এ উভয় শ্রেণি সরল পথে থেকে বিচ্যুত। তাদের মাঝে একনিষ্ঠ আমলের বীজ নেই। তারা বাহ্যিক বেশভূষার মাধ্যমে মরুভূমির মরীচিকার মতো দর্শকদের ধোঁকা দিচ্ছে৷ তাদের পথ সত্যিকারের সালাফদের পথ থেকে আলাদা। অথচ সালাফে সালিহীনের পথই সঠিক ও নিরাপদ। এবং তার উপর অটল থাকাও সহজ।❞
.
~ ইমাম ইবনুল জাওযী [রাহ.]
.
.
[ ইমাম গাযালী (রাহ.), সংক্ষিপ্ত ইহইয়াউ উলূমিদ্দীন: ১/৩৬-৩৭; অনু: মাহদি হাসান, মাকতাবাতুল আসলাফ ]
সংকলনঃ উস্তাদ মানযুরুল কারিম হাফি.