রসূলুল্লহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,
“তোমরা আমার আদর্শকে আকঁড়ে ধর, খুলাফায়ে রাশিদার আদর্শকে আঁকড়ে ধর, মাড়ির দাঁত দিয়ে তা কামড়ে থাকো, নব উত্থিত বিষয়সমূহ থেকে বেঁচে থাক; কারণ প্রতিটি নব উত্থিত বিষয়ই বিদআত, আর প্রতিটি বিদআতই পথভ্রষ্টতা।”
[আহমাদ, আল-মুসনাদ, হাদীস নং ১৭১৪৪; আবু দাউদ, আস-সুনান, হাদীস নং ৪৬০৭; ইবন মাজাহ, আস-সুনান, হাদীস নং ৪২]
রসূলুল্লহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নাজাতপ্রাপ্ত ফিরকার (যারা জাহান্নামে যাবে না সেসবের পরিচয় দেওয়ার সময় বলেছেন,
“তারা হবে সেসব লোক যারা আমি যার ওপর আছি আর আমার সাহাবিগণ যার ওপর আছে।” [তিরমিযি, আল-জামিউ, হাদীস নং ২৬৪১; হাসান সনদে]
ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, “তোমাদের মধ্যে কেউ যদি অনুকরণ করতে চাও, তাহলে সে যেন যারা মারা গেছে তাদের অনুকরণ করে, আর তারা তো হচ্ছেন রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সাহাবিগণ, যারা এ
উম্মাতের সবচেয়ে উত্তম লোক; অন্তরের দিক থেকে নেককার, ইলমের দিক থেকে গভীর, কৃত্রিমতা প্রকাশে সবচেয়ে কম। তারা এমন এক জাতি, যাদেরকে আল্লাহ তাআলা তাঁর নবির সাথিত্বের জন্য, দীনকে অন্যদের কাছে বহন করার জন্য চয়ন করেছেন। সুতরাং তোমরা তাদের চরিত্রের সঙ্গে ও তাদের পথে বিচরণ করার মাধ্যমে তাদের সাদৃশ্য গ্রহণ করো; কারণ তারা সকলেই ছিল সরল-সঠিক পথের ওপর।” [বাগাওয়ি, শারহুস সুন্নাহ (১/২১৪)]