আবু কিলাবা থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি বিষয় উল্লেখ করে বললেন,
” সেই সময়ে ক্বুরআন কে মিটিয়ে দেওয়া হবে।”
একজন গ্রাম্য লোক তখন বললো, হে আল্লাহর রসুল, ক্বুরআন আবার কিভাবে মিটে যাবে?
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,
“আফসোস তোমার জন্য। ক্বুরআনের ধারক বাহকদের উঠিয়ে নেওয়া হবে। উটপাখির মতন কিছু মানুষ থেকে যাবে শুধু।”
একথা বলার পর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হাত অপর হাতের উপর রাখলেন। এক হাত বাড়িয়ে দিয়ে উভয় হাত দ্বারা ইশারা করলেন। উপস্থিত ব্যক্তিরা বললেন, হে আল্লাহর রসুল, আমরা তো ক্বুরআন শিক্ষা করছিই। সন্তানদেরও শিক্ষা দিই। তখন রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,
“ইয়াহুদি নাসারারাও তাদের কিতাব পাঠ করতো, ইয়াহুদি নাসারারাও তাদের কিতাব পাঠ করতো।”
মুমিনের পাথেয় ২য় খণ্ড
হাদিস নং ৭৫৬
সনদঃ সহীহ এবং মুরসালরূপে বর্ণিত