এটা সুনিশ্চিত সত্য

فَلَاۤ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِ ۙ ‏
“উপরন্তু আমি শপথ করছি তারকারাজির অস্তাচলের।”

وَاِ نَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِيْمٌ
“তা অবশ্যই অতি বড় শপথ যদি তোমরা জানতে!”

اِنَّهٗ لَـقُرْاٰ نٌ كَرِيْمٌ
“অবশ্যই তা সম্মানিত কুরআন,”

فِيْ كِتٰبٍ مَّكْنُوْنٍ
“(যা লিখিত আছে) সুরক্ষিত কিতাবে,”

لَّا يَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَ
“পূত-পবিত্র (ফেরেশতা) ছাড়া (শয়ত্বানেরা) তা স্পর্শ করতে পারে না,”

تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ
“জগৎ সমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ,”

اَفَبِهٰذَا الْحَـدِيْثِ اَنْتُمْ مُّدْهِنُوْنَ
“তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ মনে করছ?”

وَتَجْعَلُوْنَ رِزْقَكُمْ اَنَّكُمْ تُكَذِّبُوْنَ
“আর তাকে মিথ্যে বলাকেই তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ।”

فَلَوْلَاۤ اِذَا بَلَغَتِ الْحُـلْقُوْمَ
“তাহলে কেন (তোমরা বাধা দাও না) যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে?”

وَاَ نْتُمْ حِيْنَئِذٍ تَـنْظُرُوْنَ
“আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখ,”

وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْكُمْ وَلٰـكِنْ لَّا تُبْصِرُوْنَ
“আর আমি তোমাদের চেয়ে তার (অর্থাৎ প্রাণের) নিকটবর্তী, কিন্তু তোমরা দেখতে পাওনা।”

فَلَوْلَاۤ اِنْ كُنْتُمْ غَيْرَ مَدِيْنِيْنَ
“তোমরা যদি (আমার) কর্তৃত্বের অধীন না হও”

تَرْجِعُوْنَهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
“তাহলে তোমরা তাকে (অর্থাৎ তোমাদের প্রাণকে মৃত্যুর সময়) ফিরিয়ে নাও না কেন যদি তোমরা (তোমাদের দাবীতে) সত্যবাদী হয়েই থাক?”

فَاَ مَّاۤ اِنْ كَا نَ مِنَ الْمُقَرَّبِيْنَ
“অতএব সে যদি (আল্লাহর) নৈকট্য প্রাপ্তদের একজন হয়”

فَرَوْحٌ وَّ رَيْحَا نٌ ۙ وَّجَنَّتُ نَعِيْمٍ
“তাহলে (তার জন্য আছে) আরাম-শান্তি, উত্তম রিযক আর নি‘মাতে-ভরা জান্নাত।”

وَاَ مَّاۤ اِنْ كَا نَ مِنْ اَصْحٰبِ الْيَمِيْنِ
“আর যদি সে ডান দিকের একজন হয়”

فَسَلٰمٌ لَّكَ مِنْ اَصْحٰبِ الْيَمِيْنِ
“তাহলে হে ডানের বাসিন্দা! তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা।”

وَاَ مَّاۤ اِنْ كَا نَ مِنَ الْمُكَذِّبِيْنَ الضَّآلِّيْنَ
“আর সে যদি সত্য অস্বীকারকারী গুমরাহদের অন্তর্গত হয়,”

فَنُزُلٌ مِّنْ حَمِيْمٍ
“তবে তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে।”

وَّتَصْلِيَةُ جَحِيْمٍ
“আর (তার জন্য আছে) জাহান্নামের আগুনের দহন,”

اِنَّ هٰذَا لَهُوَ حَقُّ الْيَـقِيْنِ
“এটা সুনিশ্চিত সত্য।”

فَسَبِّحْ بِا سْمِ رَبِّكَ الْعَظِيْمِ
“কাজেই তুমি তোমার মহান প্রতিপালকের গৌরব ও মহিমা ঘোষণা কর।”

আল ক্বুরআন, ৫৬ঃ৭৫-৯৬

শেয়ার করুন:

সাম্প্রতিক ব্লগ

ট্যাগ

অশ্লীলতা6 আকিদাহ বিষয়ক প্রশ্নোত্তর2 আখলাক1 আনুগত্য1 আমল31 আমল কবুলের শর্ত1 আসমা ওয়াস সিফাত11 ইবনে তাইমিয়াহ রহি.17 ইবনে তায়্যিমিয়া রহি.1 ইমাম আহমাদ ইবনে হামবাল রহি.3 ইশকে রাসুল স.3 ঈমান17 ঈমাম শাফিঈ রহি.1 উলামাকথন18 উসুলুস সুন্নাহ1 কবর1 কিয়ামত1 কুফর1 ক্বুরআন10 গাইরত2 জান্নাত2 জাহান্নাম2 জুমু'আ5 তাওহীদ14 তাফসীর4 দরসগাহ ম্যাগাজিন ২6 দাম্পত্য1 নারীবাদ1 পুঁজিবাদ1 প্রবন্ধ4 বদর1 বারাকাহ1 বাংলায় মুসলিম শাসনের ইতিহাস0 বিচার ফয়সালা5 বিজ্ঞানবাদ1 বিবিধ প্রশ্নোত্তর1 বিশুদ্ধ তাওবাহ3 বিশ্বকাপ1 মাজমুঊল ফাতওয়া2 মানহাজ1 ম্যাগাজিন1 যাকাত1 রমাদান1 রামাদান হাদিস2 রোযা2 শয়তানের চক্রান্ত1 শাইখ আহমাদ মুসা জীবরিল হাফি.1 শাইখ উসাইমিন রহি.1 শায়েস্তা খান0 শাস্তি1 শিরক1 সমকামীতা1 সাওম3 সাম্প্রদায়িকতা1 সালাত1 সাহাবী1 সিয়াম2 সিরাত1 সূরা আন নাবা1 সূরা আল আনককবুত1 সূরা আল হাজ্জ1 সূরা মাউন1 সূরা হূদ1 হত্যা1 হদ1 হাদিসে কুদসী3 হামজা জর্জিস1 হাশর1

সাবস্ক্রাইব করুন